32 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫

চাঁদাবাজি করে পদ হারালেন বিএনপির তিন নেতা

Must read

সন্ত্রাস-চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত তিনটি আলাদা বিজ্ঞপ্তি থেকে ওই তিন নেতাকে অব্যাহতির বিষয়টি জানা গেছে।

অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন, হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার তান্না ও কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার তান্নাকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সামাজিক অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমকে বহিষ্কার করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, অব্যাহতি পাওয়া নেতারা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ এলাকায় প্রভাব খাটিয়ে দখল, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে অব্যাহতির সিদ্ধান্ত নেয় দলটি।

জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সামাজিক অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় উল্লিখিত ব্যক্তিদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অব্যাহতি দেওয়া তিন নেতার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। যারাই দলের নাম ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article